Wellcome to National Portal
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ ডিসেম্বর ২০১৯

দুর্যোগকালীন সময়ে

১। দুর্যোগ পূর্ববতী সময়ে

 

ক)      আবহাওয়া অধিদপ্তর হতে প্রাপ্ত বুলেটিন  ওয়ারলেস মারফত উপকুলীয় জেলা, উপজেলা ও ইউনিয়ন কার্যালয়ে তাৎক্ষনিকভাবে প্রেরণ করা।

খ)       জনসাধারণের মধ্যে ঘূর্ণিঝড়ের আগাম সতর্ক বার্তা প্রচার করা।

গ)       আবহাওয়ার বার্তা অনুযায়ী সংকেত পতাকা উত্তোলন করা।

ঘ)       জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সচেতন করা।

 

দুর্যোগকালীন সময়ে

ক)      স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ঘূর্ণিঝড়ের সতর্ক বার্তা মেগাফোন, হ্যান্ড সাইরেন, পি,এ সিষ্টেম ইত্যাদির মাধ্যমে জনসাধারণের মধ্যে  সচেতনতা সৃষ্টি করা।

খ)       সংকেত অনুযায়ী জনসাধারণকে আশ্রয়ে  নিয়ে যাওয়ার বিষয়ে সহায়তা করা।

গ)       আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা।

ঘ)       উদ্ধার কার্যে সহতায়তা প্রদান করা।

৩।      দুর্যোগ পরবর্তী সময়ে

ক)      ক্ষতিগ্রস্তদের  মধ্যে  প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা।

খ)       আহতদের মধ্যে প্রাথমিক চিকিৎসা প্রদান করা।

গ)       স্বাস্থ্য সেবা  নিশ্চিত করা।

ঘ)       আশ্রয় কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনায় সহায়তা করা।