Wellcome to National Portal
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ ডিসেম্বর ২০১৯

ঘূর্ণিঝড় বিষয়ক মাঠ মহড়া

ঘূর্ণিঝড় বিষয়ক মাঠ মহড়া

১।       সিডিএমপি’র আর্থিক সহায়তায় বাগের হাট জেলার মংলা, খুলনা জেলার কয়রা ও দাকোপ উপজেলায় এবং কক্সবাজার জেলার টেকনাফ, লক্ষীপুর জেলার রামগতি উপজেলায় ১ টি, পুটয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়  ১ টি সহ মোট ৬টি বৃহৎ আকারে  ঘূর্ণিঝড় বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

২।       বাংলাদেশ রে  ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে আমেরিকান রেডক্রস এর ইসিপিপি প্রকল্পের অর্থায়নে আনোয়ারা, সুবর্নচর, লালমোহন, পেকুয়া, বরগুনা, দশমিনা, চরফ্যাশন উপলোর ঢালচরে মোট ৭ টি ঘূর্ণিঝড় প্রস্ত্ততিমূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়।

৩।      সেভ দ্যা চিল্ড্রেন ( ইউ,এস,এ) এর আর্থিক সহাযতায় পুটয়াখালী জেলার গলাচিপা ও কলাপাড়া এবং ভোলা জেলার ভোলা সদর , লালমোহন, বোরহানউদ্দিন, দৌলতখান, চরফ্যাশন ও তজুমদ্দিন উপজেলাসহ সর্বমোট ১৬টি ঘূর্ণিঝড় বিষয়ক মাট মহড়া অনুষ্ঠিত হয়েছে।

৪।       PCI-Bangladesh এর আর্থিক সহযোগিতায়  শরনখোলা ও কলাপাড়া উপজেলায় ২ টি ঘূর্ণিঝড় বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়।

৫।       জলবায়ূ পরিবর্তন ট্রাষ্ট্র প্রকল্পের অর্থায়নে মঠবাড়িয়া উপজেলায় ১ টি ঘূর্ণিঝড় বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।